খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরে বুকের উপর গাছের ডাল পড়ে দিনমজুর নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২১ এ.এম | ১৯ মে ২০২৫


যশোরে ট্রাকে গাছের ডাল (জ্বালানি) উঠানোর সময় দুর্ঘটনাবশত লিটন বিশ্বাস (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাত মাইল বাজারে এ ঘটনা ঘটে। নিহত লিটন বিশ্বাস ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের আলতাব বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। 
শ্রমিক আমজেদ হোসেন জানান, রোববার সকালে লিটন বিশ্বাস সাতমাইল বাজারের ট্রাকে গাছের ডাল (জ্বালানি) উঠাছিলেন। এসময় দুর্ঘটনাবশত ট্রাকে গাছের ডাল তার বুকের উপরে পড়ে আঘাত প্রাপ্ত হন। পরে গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় কর্তব্যরত ডাক্তার জুবায়েরের আহম্মেদ পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু বলে ঘোষণা করেন। 
ডাক্তার জুবায়েরের আহম্মেদ জানান, হাসপাতালে আনার আগে পথে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।