খুলনা | সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতক্ষীরা থেকে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩৫ সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
০১:৫৬ এ.এম | ১৯ মে ২০২৫


সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। রোববার বিকেলে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন। রোববার বিকালে তারা ঢাকায় ফিরে যাচ্ছিলেন। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। গাড়িটি তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে কয়েকজন সাংবাদিক সামান্য আহত হন।
এদিকে খবর পাওয়া মাত্র বিজিবির, পাটকেলঘাটা থানা পুলিশ, তালা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি।