খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ২০ মে ২০২৫


স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দিদার হত্যায় জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইকরামুজ্জামান মিনাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নিজড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইকরামুজ্জামান মিনা ওই এলাকার মৃত আব্দুর ছত্তার মিনার ছেলে। 
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ সাজেদুর রহমান বলেন, দিদার হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকরামুজ্জামান মিনাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ ছাড়াও বিভিন্ন সরকার বিরোধী কর্মকাণ্ডেরঅভিযোগ রয়েছে।