খুলনা | মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

২৫ মে জেলা শিল্পকলা একাডেমীতে দুদকের গণশুনানী

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ২০ মে ২০২৫


“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে খুলনায় সরকারি, আধাসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন দুদক-এর দুই কমিশনার। সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীর উপস্থিতিতে আগামী ২৫ মে সকাল ৯টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হবে।   
গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি থাকবেন দুদক কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ। সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের  বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল লক্ষ্য।
দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয় উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ গণমাধ্যম কর্মীদের জানান, গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ খুলনা সদরের সকল সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে দুদকের  ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সম্মুখে উপস্থাপন করা হবে। সেই লক্ষ্যে খুলনা কেসিসি সুপার মার্কেট চত্বরে, শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে ও বয়রা মহিলা কলেজের মোড়ে তিনটি অভিযোগ সংগ্রহ কেন্দ্রে এবং ৮টি মোবাইল টিম বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে ভুক্তভোগী ও হয়রানীর শিকার নগরবাসীর অভিযোগ গ্রহণে কাজ করছেন। পাশাপাশি সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ কাজও চলছে। গণশুনানি বাস্তবায়নে খুলনা সদরের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকবেন। 
উপ-পরিচালক গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার খুলনার সকল নাগরিকগণকে উপস্থিত থাকার জন্য আহŸান হয়েছে।