খুলনা | মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

দিঘলিয়ার গাজীরহাটে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে মন্টু

আধুনিক বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নিরলস পরিশ্রম করছেন তারেক রহমান

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ২০ মে ২০২৫


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপিই সক্ষম। এই দেশের একমাত্র নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং সকল স¤প্রদায়ের নিরাপত্তা দেয়াই তাদের প্রধান লক্ষ্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জেলা বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন, আ’লীগের দলীয় প্রধানসহ অনেক নেতা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। আওয়ামী দোসরদের কোনো প্রকার আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। যদি কেউ তাদের প্রশ্রয় দেয় এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্টু আরও বলেন, দলের সকল স্তরের নেতা-কর্মীদের জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাদেরকে বিএনপি’র আদর্শের প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ওপর জোর দেন। একটি আধুনিক, বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারেক রহমান নিরলস পরিশ্রম করছেন বলেন তিনি।  
সোমবার বিকেলে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দ্বিতীয় পর্বে স্বচ্ছ ভোট ব্যালট পেপার প্রক্রিয়ার মাধ্যমে গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে সভাপতির, সাধারণ সম্পাদক নির্বাচন করেন।
সম্মেলন উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক খান জুলফিকার আলী জুলু, জি এম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল ও জেলার সদস্য আব্দুস সালাম ও শরীফ ইকবাল হোসেন। বিশেষ বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মলি­ক।
গাজীরহাট ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক রামপ্রসাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দিঘলিয়া উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে তৃণমূল নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়।