খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা’র সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ২১ মে ২০২৫


পাইকগাছায় মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি’র সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন জোনাকী সমিতির আদায়কারী ও সাবেক কাউন্সিল কবিতা রানী দাশের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকেলে পৌরসভার সরল বাজারে জাকির হোসেনের নিজস্ব কার্যালয়ে লিখিত বক্তব্যে কবিতা রানী দাশকে আ’লীগের দোসর ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সস্পাদিকা উলে­খ করে জানান, গত ১৯ মে কবিতা রানী সংবাদ সম্মেলন করে আমাকে ও পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লের বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক ভিত্তিহীন অভিযোগ করেছেন। 
তিনি আরোও জানান, গত কয়েকদিন ধরে সরল বাজারে জোনাকী সমিতির গ্রাহকদের নিকট থেকে নেওয়া আসল অর্থ ৫ কোটি টাকা সমিতিতে জমা রয়েছে। ইতোমধ্যে একাধিকবার সমিতির অফিসসহ বিভিন্ন এলাকায় শালিসী বৈঠক ও বসাবসি হলেও কোন সুরাহা হয়নি। জোনাকী সমিতির লুটের রানী কবিতা সমিতির ৯৩ খানা রশিদ বই উধাও করে দিয়েছেন। এরই মধ্যে গত ১৬ মে বিকেলে গ্রাহকরা আদায়কারী কবিতা দাশের বাড়িতে গিয়ে টাকা ফেরৎ দেয়ার দাবি করে। এসময় কথা-কাটাকাটি চলাকালে সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান আমাকে ও পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লে ডেকে নিয়ে নিয়ে গ্রাহকদের নিবৃত করতে বলেন। এক পর্যায়ে একটি সময় বেঁধে দিয়ে গ্রাহকদের ফিরিয়ে আনি। এরপর সমিতির নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিল আলাউদ্দিন গাজী ও সভাপতি মোহাম্মদ আলীর বাড়িতে যাই। গোটা বিষয়ে কবিতা দাশের জবানবন্দি রেকর্ড আছে। অথচ কবিতা দাশ আমাকে পৌর শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক পরিচয় দিয়ে পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লকে জড়িয়ে কলঙ্ক ছড়ানোর বৃথা চেষ্টা করছেন। তিনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে  প্রকৃত ঘটনা তুলে ধরতে অনুরোধ করেন। সংবাদ সম্মেলনের সময় অনেক গ্রাহকরা উপস্থিত ছিলেন।