খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৩৩ এ.এম | ২১ মে ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামে ওই যুবকের বাড়ি থেকে  এ লাশ উদ্ধার করা হয়। ফারুক হোসেন উপজেলার সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পীরগাজন গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ফারুক হোসেন কয়েক বছর আগে ইতালী যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। সে সময় প্রতারকের খপ্পরে পড়ে অনেক টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে পরিপাটি সদালাপী ও হাস্যোজ্জ্বল ফারুক হোসেন ধীরে ধীরে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন। পরিবার পরিজন কিংবা কোলাহল ছেড়ে নির্জনতাকেই বেছে নেন তিনি। স্বাভাবিক জীবন ছেড়ে বসতভিটার এক পাশে ঘর বানিয়ে প্রায় ৫ বছর তিনি সেখানেই একাকী বসবাস করতেন। হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। একপর্যায়ে মঙ্গলবার দুপুরের দিকে ফারুক হোসেনের নির্জন বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা সেখানে যেয়ে ঘরের মেঝেতে তার অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে অবহিত করেন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। প্রায় ৭ দিন যাবত পরিবারের অন্য কারও সাথে ফারুক হোসেনের দেখা সাক্ষাৎ হয়নি। এর মধ্যে যে কোন সময় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান অর্ধগলিত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’