খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

যশোরের শার্শায় বিলুপ্ত তক্ষকসহ দুই চোরাকারবারী আটক

বেনাপোল ও শার্শা প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ২১ মে ২০২৫


যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী তক্ষকসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। 
পুলিশ জানায়, বন্যপ্রাণী পাচারের গোপন খবরে থানায় এসআই হযরত আলী ও এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে করিম হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসত ঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর রাখা বন্য প্রাণী একটি তক্ষক সাপ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, করিম হোসেনের নামে এর আগে একই ধরনের অপরাধের মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত তক্ষকটি আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।
আটককৃতরা হচ্ছে শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত-হাসেম আলী ব্যাপারীর ছেলে মোঃ করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোঃ মামুনুর রশিদকে (৪২)। 
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান তক্ষক একটি দুস্প্রাপ্য ও সংরক্ষিত বন্যপ্রাণী। এদের অবৈধভাবে সংগ্রহ, সংরক্ষণ বা পাচার করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।