খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় বিশ্ব টিকাদান সপ্তাহ বিভাগীয় এ্যাডভোকেসি সভা

প্রাকৃতিক দুর্যোগের কারনে সঠিক সময়ে শিশুদের টিকাগুলো দেওয়ার দেওয়া সম্ভব হয় না : ফিরোজ সরকার

তথ্য বিবরণী |
০২:১১ এ.এম | ২১ মে ২০২৫


বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বিভাগীয় এ্যাডভোকেসি সভা মঙ্গলবার সকালে খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
প্রধান অতিথি বলেন, খুলনাকে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়। এ সময়ে আমাদের শিশুদের সঠিক সময়ে যে টিকাগুলো দেওয়ার কথা থাকে সেটা দেওয়া সম্ভব হয় না। ফলে শিশুদের জন্য টিকাদানের যে নির্ধারিত সময় থাকে সেই সময়ে টিকা নিতে পারে না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক সময় দেখেছি বাংলাদেশে শিশুদের টিকা দেওয়ার হারটাও কম ছিল। যার ফলে শিশুদেরকে বিভিন্ন চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে বড় হতে হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে আমাদের বাচ্চাদের  আগের পরিস্থিতি তেমন মোকাবেলা করতে হচ্ছে না। ডাক্তারদের প্রশংসা করে বিভাগীয় কমিশনার বলেন, এটার জন্য আপনাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করেছেন বলেই বাচ্চাদের সেই সমস্ত চ্যালেঞ্জ এর হাত থেকে উত্তরণ হতে সক্ষম হয়েছি। 
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল বাচ্চারা টিকাদান থেকে থেকে বাদ পড়েছে তাদেরকে টিকাদানের আওতায় আনতে বিভিন্ন কৌশল অবলম্বন করার জন্য আহŸান জানান। প্রতিটি শিশু যেন এই টিকাগুলো পায় এ বিষয়েও আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে। 
খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিবার-পরিকল্পনা কার্যালয়ের পরিচালক বিকাশ কুমার দাস, খুলনা ইউনিসেফ এর চীফ মোঃ কাওসার হোসেন খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ইউনিসেফ এর  সহযোগিতায় খুলনা স্বাস্থ্য বিভাগ এই অনুষ্ঠানটি আয়োজন করেন।