খুলনা | বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সাবেক শ্রম প্রতিমন্ত্রীর দেহরক্ষী হচ্ছেন আহবায়ক!

রূপসা উপজেলা শ্রমিক দলের কমিটি প্রত্যাখ্যান সাবেক নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক |
০২:১৫ এ.এম | ২১ মে ২০২৫


রূপসা উপজেলা শ্রমিকদলের নবগঠিত কমিটিতে আহবায়ক হয়েছেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের দেহরক্ষী ও আওয়ামী দোসর মাসুম বিল্লাহ। যিনি একাধিক অস্ত্র ও হত্যা মামলার আসাাম এবং সদস্য সচিব আবু সাইদ গাজী, যিনি ফকিরহাটের ফলতিতায় মাছের ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা করেছেন লুটপাট। আবার এই কমিটি গঠনে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কোন স্বাক্ষর নেই। জেলা সাধারণ সম্পাদক ছাড়া কিভাবে সভাপতি একক ভাবে এ কমিটি গঠন করেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও আরও অভিযোগ তুলে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ গাজী। 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ইউনুছ গাজীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল হালিম মোড়ল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কমিটির সহহ-সভাপতি লাভলু শেখ, যুগ্ম-সম্পাদক মোঃ হুমায়ুন শেখ, ইউনুছ সরদার, আতাহার গাজী, ফরহাদ শেখ, সোহেল শেখ, তুহিন শেখসহ আরও অনেকে। 
লিখিত বক্তব্যে হালিম মোড়ল বলেন, বিগত ১১ বছরে প্রতিটি আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আওয়ামী সরকার কর্তৃক অনেক মামলা খেয়েছি। যার ৫টি এখনো চলমান। দলের অনেকেই মামলা খেয়েছেন। গত বছরের ৫ আগস্টের পরে আওয়ামী দোসররা অর্থের বিনিময়ে বিএনপি’র বিভিন্ন কমিটিতে ঢুকে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১৮ মে জেলা শ্রমিক দলের সভাপতির একক স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুকে” দেখা যায়। যেখানে আহবায়ক ও সদস্য সচিব পদে উপরোলি­¬খিত আওয়ামী দোসরদের নাম লিপিবদ্ধ রয়েছে। 
তিনি আরও বলেন, এ বিষয়ে সাধারণ সম্পাদকের নিকট জানতে চাইলে তিনি বলেন “আমি এ বিষয়ে কিছুই জানি না। কোথাও আমার স্বাক্ষরিত কোন কমিটি গঠন হয় নাই। আর সভাপতি একক স্বাক্ষরে কিভাবে কমিটি গঠন করেছে, তা আমি জানিনা।”
এ সময় হালিম মোড়ল আরও বলেন, কমিটির গঠনতন্ত্রে এভাবে একক স্বাক্ষরিত কমিটি দেওয়া যায় কিনা বিষয়টা জাতির কাছে প্রশ্ন রাখলাম এবং সেইসাথে রূপসা উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি।