খুলনা | শনিবার | ২৪ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

অনূর্ধ্ব-১৮ নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জয়

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৪ এ.এম | ২২ মে ২০২৫


খুলনায় অনূর্ধ্ব-১৮ নারী জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দু’টি ম্যাচ বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে ঢাকা বিভাগ ৮ উইকেটে ময়মনসিংহ বিভাগকে পরাজিত করেছে। আর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম বিভাগ ১০৬ রানের বড় ব্যবধানে বরিশাল বিভাগকে পরাজিত করেছে।
বুধবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সকালে ময়মনসিংহ বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। জবাবে, ঢাকা বিভাগ ১৭ ওভার পাঁচ বলে ২ উইকেট হারিয়ে ৮১ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।
বিকালে চট্টগ্রাম বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে, বরিশাল বিভাগ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান করতে সমর্থ হয়।