খুলনা | বৃহস্পতিবার | ২২ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:২২ এ.এম | ২২ মে ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয় পত্র বাংলাদেশ সমাচার, আমার প্রানের বাংলাদেশ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবে কার্ড, মাতৃজগৎ টিভির কার্ড, ১টি প্রাইভেট কার ও ১টি ভিডিও ক্যামেরা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলামুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), গাজীপুর জেলার বাসন থানার নগরখাল গ্রামের আবু সাঈদের ছেলে জয় সরকার (৩০) ও ঢাকা ডিএমপি উত্তরার চানপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক আহমেদ (৪৫)।
নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির মালিক নিশিকান্ত বলেন, বিগত দিনে এই আটককৃত তিনজনই বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৫০০০ টাকা এবং বন্ধু বেকারির আলমগীর হোসেন এর কাছ থেকে ৩০০০ টাকা নিয়ে গিয়েছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে শ্যামনগরের নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির স্বত্বাধিকারী নিশিকান্ত অধিকারী এবং বন্ধু বেকারির স্বত্বাধিকারী আলমগীর হোসেনের কাছে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনসাধারণ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে তাদের আটক করে।
তারা আরও জানান, তিনজন ব্যক্তি দৈনিক মাতৃ জগত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি করে দাওয়াত কার্ড ধরিয়ে দিয়ে তাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। সাংবাদিক এবং ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী তিনজন ব্যক্তির আটক এর খবর ছড়িয়ে পড়লে কয়েকশ’ উৎসুক জনতা হাজির হয় সেখানে।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু শ্যামনগর থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃত তিনজনকে পুলিশের সোপর্দ করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল­ার বলেন, নূরনগর বাজরের স্থানীয় জনগণ তিন জনকে আটক করে থানা খবর দিলে পুলিশ সেখান থেকে তিনজনকে হেফাজতে নিয়ে আসেন। উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।