খুলনা | বৃহস্পতিবার | ২২ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

থানার সামনে অবস্থান, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

মোংলা পৌর বিএনপি’র আহবায়কসহ ২১ শ্রমিকের নামে মামলা প্রত্যাহারের দাবি

মোংলা প্রতিনিধি |
০১:২২ এ.এম | ২২ মে ২০২৫


মোংলায় পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক মেয়র এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপাররেটর এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জুলফিাকার আলী, প্যানেল মেয়র শ্রমিক নেতা আলাউদ্দিনসহ স্থানীয় ২১ শ্রমিক নেতা-কর্মীর নামে মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিক-কর্মচারী ও বিএনপির নেতৃবৃন্দ।এনসিপি’র শ্রমিক প্রতিনিধি তিতুমীর চোকদার বাদী হয়ে মঙ্গলবার রাতে মোংলা থানায় ২১ জনের নাম উলে­খ করে এবং ৩৪/৩৫ জন অজ্ঞাতনামা এ মামলা দায়ের করেন। এ নিয়ে শ্রমিক-কর্মচারী ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। দুপুরে মোংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসুচি ঘোষণা করে বিএনপি’র নেতৃবৃন্দ। বিকেলে মামলা প্রত্যাহারের দাবিতে মোংলা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটম দেন নেতৃবৃন্দ। 
মোংলা বিএনপি’র নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা জানায়, চলতি মাসে এক তারিখ মে দিবস পালন করার উদ্দেশ্যে মোংলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও শ্রমিক কর্মচারীরা গত ২৪ এপ্রিল শ্রমিক কর্মচারী সংঘ মাঠে সমাবেশ করার জন্য প্রস্তুতি সভার আয়োজন করে। ঠিক একই দিন একই সময় হঠাৎ এনসিপির শ্রমিক প্রতিনিধিরাও শ্রমিক কর্মচারী সংঘের এডহক কমিটির গঠন করার জন্য সভার আহবান করে। এ ঘটনায় ২৮ এপ্রিল সকালে দুই পক্ষ সমাবেশে শ্রমিক-কর্মচারীদের বসার জন্য প্রস্তুতি নিতে গেলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এতে শহরে শ্রমিক কর্মচারীর মধ্যে উত্তাপ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ২৯ এপ্রিল সকাল থেকে নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ প্রশাসন দুই গ্র“পের কোন পক্ষকেই সমাবেশ স্থলে ঢুকতে দেয়নি। কিন্তু এনসিপির শ্রমিক প্রতিনিধিরা বিকেল ৫টার দিকে জোরপূর্বক সেখানে সভা করার জন্য মিছিল সহকারে আসতে চাইলে শ্রমিক-কর্মচারীরা এতে বাধা দেয়। মুহূর্তের মধ্যে শ্রমিক-কর্মচারী ও এনসিপির শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্র“পের বেশ কয়েকজন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাও দেয়া হয়েছে। এ নিয়ে তখন উভয় পক্ষ মোংলা থানায় পরস্পর বিরোধী অভিযোগ দায়ের করলেও কোন মামলা হয়নি। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে এনসিপি’র শ্রমিক উইংয়ের নেতা মোঃ তিতুমীর চোকদার বাদী হয়ে পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী ও প্যানেলে মেয়র আলাউদ্দিনসহ ২১ জন নামের উলে­খ করে এবং অজ্ঞাতনামা আরো ৩৪/৪৫ জন শ্রমিকের নামে থানায় মামলা দায়ের করেণ। 
বাদীর অভিযোগ-তাকেসহ এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, মারধরসহ তাদের নারী নেত্রী রিয়া পারভীনকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানী করা হয়। তবে এ মামলা প্রসঙ্গে বিএনপি নেতা জুলফিকার আলী তার প্রতিক্রিয়ায় বলেন, তার জনপ্রিয়তা ও বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণœ করতে নেতা-কর্মীসহ তাকে এ মামলায় জড়ানো হয়েছে। 
এদিকে বুধবার দুপুরে মিথ্যা এ মামলা প্রত্যাহারের দাবীতে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি’র নেতা-কর্মীরা। এ সময় লিখিত বক্তব্যে পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ এমরান হোসেন অভিযোগ করে বলেন, বিএনপি’র জনপ্রিয় নেতা মোঃ জুলফিকারের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত এ মামলায় দায়ের করা হয়েছে। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে স্থানীয় বিএনপি কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। পরে সংবাদ সম্মেলন করে বুধবার বিকেল ৫টায় একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেণ বিএনপি’র নেতৃবৃন্দ।
অপরদিকে, বুধবার বিকেল ৫টায় পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল সহকারে প্রায় শহস্রাধিক নারী-পুরুষ শ্রমিক-কর্মচারী ও বিএনপি’র নেতা-কর্মীরা মোংলা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করার পর পুলিশকে উদ্দেশ্য করে নেতৃবৃন্দ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার আর তাদের দেয়া মামলা নতিভুক্ত করতে পুলিশকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে যদি মামলা প্রত্যাহার না হয় তবে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ। 
মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন উভয়পক্ষই আবেদন করেছে। তবে একটি মামলা রুজু হলেও অন্যটি হয়নি কেন এনিয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।