খুলনা | বৃহস্পতিবার | ২২ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবিতে কর কর্মকর্তা ও আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৭ এ.এম | ২২ মে ২০২৫


জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারনসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনায় পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে খুলনা কর আইনজীবী সমিতি ও কর অঞ্চল খুলনার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 
বুধবার বেলা ১টার দিকে বয়রাস্থ কর ভবন-২ এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। একই সময়ে কর ভবন-১ এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশেন (বিটিএল) ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়। 
দাবিগুলো হলো : এনবিআর বিলুপ্তির জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। 
খুলনা কর আইনজীবী সমিতির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতা করেন সমিতির সভাপতি খান মনিরুজ্জামান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আওরঙ্গজেব। আরও বক্তৃতা করেন এস এম শাহনওয়াজ আলী, শেখ আবুল কাশেম, মোঃ আমিনুর রহমানসহ আরও অনেকে। 
খুলনা কর অঞ্চলের মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার আরিফুল হক, যুগ্ম কর কমিশনার মোঃ রাউফুর রহমান, উপ-কর কমিশনার জেসমিন আক্তার, উপ-কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, উপ-কর কমিশনার মিজ দেলোয়ারা জাহান, উপ-কর কমিশনার মিজ নুসরাত ফারজানা, কর পরিদর্শক আব্দুল­াহ আল নোমান, কর পরিদর্শক সজল মন্ডল প্রমুখ। মানববন্ধনে কর অঞ্চল খুলনার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  
উপ-কর কমিশনার মিজ দেলোয়ারা জাহান বলেন, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমগ্র বাংলাদেশের আপামর জনসাধারণকে অজ্ঞাত রেখে এনবিআর বিলুপ্তির একটি অধ্যাদেশ রাতের আধারে জারী করা হয়েছে। আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে একমত পোশন করে সারা বাংলাদেশের মত খুলনা কর অঞ্চলের ২৭ কার্যালয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করছি।  
কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খান মনিরুজ্জামান বলেন, আমরা অনতিবিলম্বে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চাই। জাতীয় রাজস্ব বোর্ডকে টিকিয়ে রেখে যেকোন সংস্কার আমরা মেনে নেব। আমরা ট্যাক্সের উর্ধ্বমুখি সংস্কার চাই। যাতে জনগণের কষ্ট কম হয়, রাজস্ব বোর্ডের সাথে সম্পৃক্ত সকলের মতামতের প্রাধান্য পায়। সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, এই মুহূর্তে রাজস্ব ব্যবস্থায় টেকসই রাজস্ব নীতি প্রণয়ন, রাজস্ব বিষয়ক প্রয়োজনীয় আইন সংশোধন, আধুনিকায়ন ও অটোমেশন প্রয়োজন। তবে এটি সকল অংশীজনের মতামতের ভিত্তিতে হতে হবে। রাতের আধারে বা গোপনে করা হলে চলবে না।
সিনিয়র কর আইনজীবী মোঃ আমিনুর রহমান বলেন, এনবিআরকে আজ যেভাবে দ্বিখন্ডিত করা হল সেটা সঠিক হয়নি। কারণ এনবিআর দুই ভাগ হোক কিন্তু মাথায় এনবিআর থাক। এটা বিলুপ্ত করে ভাগ করা ঠিক হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের অধিনেই দুইটা ভাগ হোক। আর যাদের দুর্নীতির কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হোক। তিনি আরও বলেন, বাহির থেকে লোক এনে এনবিআর চালানো সঠিক হবে না। রাজস্ব কাজের সাথে যারা সংশ্লিষ্ট তাদের দিয়েই রাজস্ব বোর্ড চালাতে হবে। সেটা না হলে রাজস্ব আহরণ বিঘিœত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে।  
কর পরিদর্শক আব্দুল­াহ আল নোমান বলেন, অনেকে আমাদের নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন যে আমরা সংস্কার চাই না। কিন্তু আমরা সংস্কারের পক্ষে। তবে সেই সংস্কার সম্পর্কে আমরা কিছুই জানি না। এর খসড়া গোপন রাখা হয়েছে। এখানেই আমাদের আপত্তি। দেশের মানুষকে না জানিয়ে, তাদের মতামত না নিয়েই সংস্কার এটা মোটেই যুক্তি সঙ্গত হয়নি। তাই আমরা এটা বাতিল চাই।  
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কর আইনজীবী হারুন-অর-রসিদ (হেলাল), মোঃ নজরুল ইসলাম হাওলাদা, এস এম নুরুল ইসলাম, মোঃ মুজিবর রহমান, নাছিমা খাতুন, নাজমুল হুদা, শরিফুল ইসলাম, এবিএম মোস্তফা জামান, বিমল চন্দ্র সাহা, এসএমজি নেওয়াজ, মোঃ আব্দুর রহমান, জি এম সোহাগ, মোঃ আব্দুল লতিফ, প্রহলাদ ঘোষ, জেনফা শাহমিন, মোঃ আল মামুন, মহসিন কবির দুলু, মোঃ নজরুল ইসলাম মোল্যা প্রমুখ।