খুলনা | শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কর্মীদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন ইশরাক

খবর প্রতিবেদন |
০৪:২৯ পি.এম | ২২ মে ২০২৫


বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাক নিজেই।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় প্রধান বিচারপতির বাসভবনের পাশের রাস্তা দিয়ে কাকরাইলে আন্দোলনের স্থানে পৌঁছান তিনি। এসময় নেতাকর্মীরা জড়ো হয়ে তার গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। তখন অনেকের সঙ্গেই ইশরাক হোসেন মুসাফাহ করেছেন।

এসময় নেতাকর্মীদের ‘আসিফের চামড়া -তুলে নেব আমরা’, ‘ইশরাক ভাইয়ের ভয় নাই- রাজপথ ছাড়ি নাই’, ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার’,‘ শহীদ জিয়ার সৈনিকেরা এক হও এক হও’ ইত্যাদি বলে স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।