খুলনা | শনিবার | ২৪ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য, বদলি মিরাজ

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৪৬ পি.এম | ২২ মে ২০২৫


ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। তার জায়ড়ায় পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া মেহেদী মিরাজকে দলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিবি এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

সৌম্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে ছিলেন। প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা পাননি তিনি। তৃতীয় ম্যাচের টসের পর বিসিবি থেকে জানানো হয়, ইনজুরির কারণে খেলার জন্য বিবেচিত হননি সৌম্য।

ওই ইনজুরি থেকে সেরে উঠতে ডানহাতি মিডিয়াম পেসার ও বাঁ হাতি ব্যাটার সৌম্যর ১০-১২ দিন লাগতে পারে বলে জানিয়েছে বিসিবি। যে কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলা হবে না তার।

সৌম্য গত সপ্তাহ থেকে কোমরের বাঁ-পাশের ব্যথায় ভুগছেন। তার ইনজুরি নিয়ে বিসিবির বার্তায় জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, সৌম্যর ইনজুরি মূল্যায়নের পর এই সিদ্ধান্তে আসা গেছে যে, তার ১০-১২ দিনের পুনর্বাসন প্রয়োজন। যার অর্থ হলো, আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে না।

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। টুর্নামেন্টে শেষে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি। মিরাজ দেশের জার্সিতে ২৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে শেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি।