খুলনা | শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

উপাচার্যের শোক

খুবির শিক্ষক প্রফেসর ড. উৎপল কর্মকারের পিতার পরলোকগমন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪২ এ.এম | ২৩ মে ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. উৎপল কুমার কর্মকারের পিতা উমাপদ কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুরূপভাবে শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।  
প্রসঙ্গত, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. উৎপল কুমার কর্মকারের পিতা উমাপদ কর্মকার গত ১৯ মে রাতে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।