খুলনা | শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরা খন্ডবিখন্ড হলে পতিত ফ্যাসিবাদ আমাদের তছনছ করার পাঁয়তারা করবে : হাসনাত

খবর প্রতিবেদন |
০২:০৯ এ.এম | ২৩ মে ২০২৫


জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সকল শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে বলেছেন, আমরা খণ্ডবিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ আমাদের তছনছ করার হীন পাঁয়তারা করবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল­াহ।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক এ্যাকাউন্টে এ কথা বলেন হাসনাত আবদুল­াহ।  তিনি বলেন, আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ডবিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি-বিদেশি দোসররা আমাদের তছনছ করার হীন পাঁয়তারা করবে।  
হাসনাত বলেন, ‘জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির প্রতি আহŸান-যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ’ 
তিনি বলেন, ‘মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে-বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে। ’
দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই সবাই এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিল মন্তব্য করে হাসনাত আরও বলেন, ‘দেশ ও জাতির জন্যই এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। ’