খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও নবায়ন উদ্বোধন

সংবিধানের জনবিরোধী ধারা নির্বাচিত সংসদের মাধ্যমে সংশোধন করতে হবে : গয়েশ্বর চন্দ্র

খবর বিজ্ঞপ্তি |
০২:২৯ এ.এম | ২৩ মে ২০২৫


বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। সংবিধানের জনবিরোধী ধারা নির্বাচিত সংসদের মাধ্যমে সংশোধন করতে হবে। দেশের মানুষ গণতন্ত্র চায়, তারা কথা বলতে চায়। ১৭ বছর যা ছিল তা গণতন্ত্র বলা যায়, ফ্যাসিবাদের উদাহরণ হয়েছে।  স্বৈরতন্ত্রের চেয়ে ভয়াভয় রূপ ধারণ করেছে। সুতারাং একটি সুষ্ঠু গণতান্ত্রিক অবাধ নির্বাচন সমস্যার সমাধান করতে পারবে। গণতান্ত্রিক ধারাই সকল সংস্কার কাজ করতে পারবে। নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে, তারাই ইউনূস সাহেরে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা বিভাগীয় বিএনপি’র উদ্যোগে বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা আহŸায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর আলম, সাতক্ষীরা জেলা আহবায়ক রহমত উল­াহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যশোর জেলা সভাপতি এড. সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নড়াইল জেলা সদস্য সচিব মনিরুল ইসলাম, ঝিনাইদহ জেলার আহবায়ক এড. এম এ মজিদ, কুষ্টিয়া জেলার সদস্য সচিব জাকির হোসেন সরকার, মেহেরপুর জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক আমিরুল ইসলাম, সদস্য সচিব এড. কামরুল ইসলাম, মাগুরার আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন, খুলনা জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, কেন্দ্রীয় সদস্য তরিকুল ইসলাম তেনজিং, খুলনা জেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, নগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গিস আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও পাঁচজন তরুণ সদস্যের ফরম পূরণের মধ্যদিয়ে খুলনা বিভাগীয় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন গয়েশ্বর রায়।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধ ছিলাম। তেমনটি এখন নেই। কেউ বলছে সংস্কার, কেউ বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আগামী নির্বাচনে আগে আমাদের কঠিন সময় পার করতে হবে। সদস্য পদ সংগ্রহ ও নবায়নের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নিতে হবে। সীমান্তে মানবিক করিডোর দেয়ার মাধ্যমে অস্ত্র চালানের রুট হবে মন্তব্য করে এই নেতা বলেন, করিডোরের মাধ্যমে অস্ত্র যাবে। আরাকান আর্মিরা শক্তিশালী হবে। আমাদের স্বাধীনতা হুমকিতে পড়বে। হাসিনার সময়তো এমন করিডোরের কথা আসেনি। তাহলে সংশয় আছে। তবে আমরা সন্দেহ করতে চাইনা। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন,  ‘আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাইনা। নির্বাচনের কথা বললে তারা সময় লাগবে বলছেন। কত সময় লাগবে। জুন না ডিসেম্বর পরিস্কার করে বলুন। ক্ষমতার মালিক জনগণ। জনগণ কাকে ক্ষমতায় বসাবে জানিনা। ড. ইউনূস! আপনার চালাকি সবাই বোঝে, আপনি বোঝেন না।’ ১৯৭১ এর মুক্তিযুদ্ধ বিরোধীরা স্বাধীনতা অস্বীকার করছে বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ৭১’র ১৬ ডিসেম্বর আমাদের মূল চেতনাবোধ। আর জামায়াত এটাকে বলে পাকিস্তান ভাগ, এটা তাদের উদ্ধ্যত্ত।’