খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নজরুল জয়ন্তীতে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তথ্য বিবরণী |
১২:৩৯ এ.এম | ২৫ মে ২০২৫


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিকেলে খুলনা জেলা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নজরুল জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।  
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাজী নজরুল ইসলাম প্রায় তিন হাজার গান রচনা করেন। জাতির মুক্তির জন্য সর্বদা কাজ করে গেছেন বলেই তিনি আজ জাতীয় কবির উপাধি পেয়েছেন। তাঁর চিন্তা চেতনা সাধারণ মানুষের থেকে আলাদা ছিলো বলেই মানুষের মাঝে তিনি অমর হয়ে আছেন। অতিথিরা আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই একদিন বড় হয়ে দেশ উন্নয়নে অবদান রাখবে। এজন্য অভিভাবকদের উচিৎ শিশুদের পর্যাপ্ত সময় দেওয়া। নজরুলের সাহিত্য সম্পর্কে শিশুদের অবহিত করা অভিভাবকদের দায়িত্ব।   
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার প্রদীপ কুমার দাশ, সরকারি বিএল কলেজের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের  আয়োজন করে। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।