খুলনা | রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতে বাধা ও হুমকি

কালিগঞ্জে ইটভাটা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৫৫ এ.এম | ২৫ মে ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে ‘সিয়াম বিকস্’ নামে এক ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ^াস এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ইটভাটায় অবৈধ প্রক্রিয়ায় ইট পোড়ানো ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধাগ্রস্ত করার অপরাধে ভাটা মালিককে আটকের পর ৪০ হাজার জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ^াস জানান, লোকালয়ে ইটভাটা পরিচালনা করে সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি ও ইট পোড়ানোর সময় কয়লার সাথে কাঁঠের গুঁড়া ব্যবহারসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে অবস্থিত সিয়াম ব্রিকস্ এ শনিবার দুপুরের দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লীজ নিয়ে ইটভাটা পরিচালনাকারী আব্দুস সবুর সরকারি কাজে বাধা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রকাশ্যে হুমকি প্রদান করেন। তাকে আটক করার পর থানায় মামলা দায়েরের উদ্যোগ নিলে ভাটা মালিক আব্দুস সবুর তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার ব্যক্ত করলে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের মেজর সুস্মিত শোভন দাসের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন। 
প্রসঙ্গত, পূর্বের ‘ভাই ভাই বিকস’ নামক ইট ভাটা লিজ নিয়ে সিয়াম ব্রিকস্ নাম দিয়ে আব্দুস সবুর দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা আইনগত অনুমোদন ছাড়াই ভাটা পরিচালনা করছেন। নিজের অবৈধ কর্মকান্ড অব্যাহত রাখতে কৌশল অবলম্বন করে তিনি উচ্চ আদালতে রীট করে জনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত ভাটায় ইট পোড়ানোর মাধ্যমে পরিবেশ দূষণসহ নানা সমস্যা সৃষ্টি করছেন। এই ইটভাটা বন্ধের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।