খুলনা | সোমবার | ২৬ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কমিশন বৃদ্ধির আশ্বাসে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

খবর প্রতিবেদন |
০২:০৫ পি.এম | ২৫ মে ২০২৫


জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে ডাকা অর্ধদিবসের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নে ১৫ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দিলে, রোববার (২৫ মে) দুপুর দেড়টার দিকে ধর্মঘট তুলে নেয় বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৬টা থেকে রাজধানীসহ দেশের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়।

পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান জানান, সকাল ১০টায় বিপিসির সঙ্গে বৈঠক হয়। সেখানে দাবি বিবেচনার আশ্বাস পাওয়ার পরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

১০ দফা দাবির মধ্যে রয়েছে— জ্বালানি তেল বিক্রিতে ন্যূনতম ৭ শতাংশ কমিশন নির্ধারণ, সড়ক ও জনপথ অধিদফতরের ইজারা মূল্য আগের হারে বহাল রাখা, ইজারা নবায়নে পে-অর্ডার জমা দিলেই তা কার্যকর বিবেচনা করা, বিএসটিআইয়ের ডিসপেন্সিং ইউনিট ছাড়া বাকি সব যাচাই প্রক্রিয়া বাতিল, আন্ডারগ্রাউন্ড ট্যাংক পরীক্ষার ফি ও ডিপ রড সিস্টেম বাতিল, পরিবেশ, কলকারখানা ও ফায়ার সার্ভিস লাইসেন্স সংক্রান্ত জটিলতা দূর, অবৈধভাবে খোলা জায়গায় জ্বালানি বিক্রি বন্ধ, বিপণন কোম্পানির সরাসরি বিক্রি বন্ধ রেখে শুধু অনুমোদিত ডিলারদের মাধ্যমে তেল সরবরাহ, ট্যাংকলরি চালকদের লাইসেন্স ইস্যু ও নবায়ন সহজ করা, রাস্তায় কাগজপত্র যাচাইয়ের পরিবর্তে ডিপো গেটেই তা সম্পন্ন করা ও ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা।

এছাড়া ধর্মঘট চলাকালে হজ ফ্লাইট ও জরুরি সেবায় ব্যবহৃত গাড়িগুলোর জন্য তেল সরবরাহ চালু রাখা হয়। পুলিশের চুক্তিভুক্ত পাম্পগুলোও পুলিশের গাড়িতে তেল সরবরাহ করেছে।

এর আগে, ১১ মে এক সংবাদ সম্মেলনে পরিষদ জানায়— ২৪ মের মধ্যে দাবি না মানলে ২৫ মে প্রতীকী ধর্মঘট পালন করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাস অনুযায়ী এখন অপেক্ষা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে পরিষদ।