খুলনা | সোমবার | ২৬ মে ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান, ২৭ বন্যপ্রাণী উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ২৬ মে ২০২৫


মেহেরপুরের মুজিবনগর মনোরোমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রোববার বিকেলে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল­াহ সাদিক ও অসীম মলি­ক এ অভিযান পরিচালনা করেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মলি­ক জানান, মুজিবনগর মনোরমা মিনি চিড়িয়াখানা  থেকে দু’টি বানর, দ’টি কাইম পাখি, আটটি সাজারু, একটি অজগর, একটি হরিয়াল, চারটি মুনিয়া, একটি কচ্ছপ ও চারটি বালি হাঁস উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, চিড়িয়াখানাটি দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ ও জনসম্মুখে প্রদর্শন করে আসছিল। এ বিষয়ে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলো বন বিভাগের তত্ত¡াবধানে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন  শেষে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৬ ধারা ও ৩৪(খ) ধারা অনুযায়ী মিনি চিড়িয়াখানার মালিক তাহাজুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।