খুলনা | সোমবার | ১৪ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৭ এ.এম | ১৪ জুন ২০২৫


সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের এনায়েতপুর সানতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র হাফেজ মোহাম্মদ ইয়াসিন আলী (২৩) তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের এনায়েতপুর সানতলা গ্রামের জাহিদ আলী সোনার ছেলে। ইয়াসিন আলী খুলনা আলিয়া মাদ্রাসার ফাজিল ক্লাসের ছাত্র ছিলেন। 
স্থানীয় সবজি ব্যবসায়ী মহিদুল ইসলাম ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়িতে এসেছিলেন হাফেজ ইয়াসিন আলী। শুক্রবার সকালে বাবার সাথে বাড়ির পাশে শার্শা বিলে একটি মাছের ঘেরের বাসা নির্মাণের কাজ করছিলেন তিনি। বেলা ১১ টার দিকে একটি কাঁচা বাঁশ নিয়ে ঘেরের বাসার দিকে যাওয়ার সময় অসাবধানতাবশত বাঁশটি ঘেরের পাশ দিয়ে বয়ে যাওয়া পল­ী বিদ্যুতের তারে স্পর্শ করে। এত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় হাফেজ ইয়াসিন আলী। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।