খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২

শ্যামনগরে মায়ের পরকিয়া প্রেমের জেরে ১ বছরের শিশু পুত্রের মানবেতর জীবনযাপন

শ্যামনগর প্রতিনিধি |
১১:২০ পি.এম | ১৬ জুন ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরের উত্তর আটুলিয়ায় আফিয়া সুলতানার পরকীয়া প্রেমের জেরে ১বছরের পুত্রের মানবেতর জীবনযাপন করছে। আফিয়ার স্বামী মোস্তফা মামুনুর রশিদের অভিযোগ পরকিয়া প্রেমের জেরে ১ বছর বয়সী ১ মাত্র পুত্র সন্তান রেখে তার স্ত্রী আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের দবির সরদারের পুত্র সৌদী প্রবাসী আরাফাত হোসেনের সাথে চলে গেছে। আর শিশু পুত্রকে চরম অবহেলায় অতিকষ্ট যন্ত্রণায় পিতা-মাতার আদর যতœ থেকে বঞ্চিত করে নানার বাড়িতে রাখা হয়েছে। দিনে দিনে শিশুটি মানসিক দুঃখ-কষ্ট ভোগ করছে। একটি খেলনা চেয়ারের সাথে বেল্ট দিয়ে বেঁধে রাখার তথ্য পাওয়া গেছে। যতই দিন অতিবাহিত হচ্ছে ততই শিশুটি অসুস্থ হয়ে পড়ছে। এদিকে তার মা নতুন সংসারে শিশুকে নিয়ে যাচ্ছে না এবং তার পিতার কাছেও শিশুটিকে দিচ্ছে না। 
জানা গেছে, গত ১৫ মে ২০২৩ কালিগঞ্জ উপজেলার মৌতলার রায়পুর মোড়লবাড়ীর হোমিওপ্যাথিক ডাক্তার আজিজুল হকের ছোট মেয়ে আফিয়া সুলতানার সাথে শ্যামনগরের উত্তর আটুলিয়ার মোস্তফা মামুনুর রশিদের ইসলামী শরীয়ত ও সামাজিকভাবে বিয়ে হয়েছিল। গত ২৬ এপ্রিল ২০২৪ তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। এরপর আফিয়া সুলতানা তার পিতার বাড়িতে বেড়ানোর নাম করে তারই ছোট ভাই আছাদুল হক ফয়সালের সাথে চলে যায়। তবে পূর্বপরিকল্পিতভাবে গোপনে স্বর্ণের অলংকারাদী, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ পিতার বাড়িতে নিয়ে যায়। এরপর এ বছরের ১৬ মার্চ রেজিঃ ডাকযোগে (রেজিঃ নং আর ০৭৩) আফিয়ার পিতা-মাতার সহযোগিতায় শ্যামনগরের মুন্সিগঞ্জ নিকাহ রেজিষ্ট্রার নেছার আলীর কার্যালয় থেকে মোস্তফা মামুনুর রশিদের নিকট তালাক নোটিশ প্রেরণ করা হয়। ঐ নোটিশে তঞ্চকতা করে ১০/০১/২০২৫ তারিখে তালাক দেখানো হয়। আর আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের দবির সরদারের পুত্র সৌদী প্রবাসী আরাফাত হোসেনের সাথে আফিয়া সুলতানার বিয়ে পড়ান কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার আরিফ বিল­াহ। আরিফ বিল­াহ অবৈধ সুযোগ বুঝে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ আছে। 
সূত্র জানায়, গত ৩ জুন রাতে সৌদী প্রবাসী আরাফাত হোসেন আফিয়া সুলতানাকে তার বাড়িতে বধূ হিসেবে নিয়ে বর্তমানে ঘর সংসার করছেন। অথচ আফিয়া সুলতানার একমাত্র শিশুপুত্র তার নানার বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। ডাক্তার আজিজুল হক ও আফিয়া সুলতানা শিশু পুত্রের বিষয়ে সত্যতা প্রকাশ করেন। তবে তার স্বামী আরাফাত হোসেন জানান, পরকিযা নয় বিধিগত ভাবেই বিয়ে করেছেন, যেহেতু তার পুত্র নয় বিধায় তিনি পুত্রকে নিতে নারাজ। শিশুপুত্রকে বাঁচাতে তার পিতার কাছে ফেরৎ দিতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।