খুলনা | বুধবার | ০২ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

ডেঙ্গু ও করোনা বিস্তারের পূর্বে পদক্ষেপ নেওয়ার আহবান নাগরিক আন্দোলনের

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১৭ জুন ২০২৫


স¤প্রতিক সময়ে ডেঙ্গু ও করোনা বিস্তারের পূর্বে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার জন্য কেসিসি, স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন নাগরিক আন্দোলন, খুলনা। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী কীট সরবরাহের ওপরেও গুরুত্বারোপ করা হয়েছে। এ সামাজিক সংগঠন উলে­খ করেছেন এখনই পদক্ষেপ না নিলে উলি­খিত দু’টি রোগ মহামারী আকার ধারণ করতে পারে। মেয়াদোত্তীর্ণ টীকা নষ্ট করারও আহŸান জানানো হয়েছে। সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয় ২০২২ ও ২০২৩ সালে খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৮০৩ জন প্রাণ হারান। 
সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সেক্রেটারিয়েটে কেসিসির প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আহŸান জানানো হয়। 
সংগঠনের সমন্বয়কারী ডাঃ শেখ বাহারুল আলম উলে­খ করেন কেসিসি, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্টদের সমন্বয়ে পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে নাগরিক আন্দোলন সংশ্লিষ্টদের সকল সহায়তা করার প্রতিশ্র“তি দেবে। সাক্ষাৎকালে কেসিসি এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ, ময়লা আবর্জনা মুক্ত এবং বায়তুন নূর কমপ্লেক্স এলাকায় মাদক সেবীদের তৎপরতার কথা তুলে ধরলে প্রশাসক তাৎক্ষণিক সবাইকে নিয়ে কেসিসি ভবনে এসে সংকট নিরসনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জলাবদ্ধতার জন্য ত্র“টি পূর্ণ ড্রেন, পলিথিন এবং রূপসা ও ভৈবর নদের উচ্চতাকে দায়ী করা হয়। নাগরিক আন্দোলন শিপইয়ার্ড রোড ও এম এ বারী সড়ক সংস্কারের ওপর দৃষ্টি আকর্ষণ করেন। 
কেসিসি’র প্রশাসক এ সংগঠনকে জানান, এক সপ্তাহ আগেই করোনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সচেতন এবং নগরবাসীকে মাস্ক পরতে পরামর্শ দেওয়া হয়। ড্রেনগুলো পলিথিন, প্লাস্টিক ও বজ্য মুক্ত করতে তিনি নাগরিক আন্দোলনের সহযোগিতা কামনা করেন। 
কেসিসির পক্ষ থেকে বলা হয়, যানজট নিরসনে লাইসেন্স বিহীন ইজিবাইক বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নিতে কেএমপিকে তাগিদ দেওয়া হয়েছে। 
কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার আগামী ২৬ জুন সমন্বয় কমিটির সভায় সড়ক দু’টির বিষয়ে গুরুত্ব দেবেন বলে আশ^াস দিয়েছেন। 
এ অনুষ্ঠানে নাগরিক আন্দোলনের বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসিন, ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ, সরদার শহীদুল ইসলাম, টিপু সুলতান, এ কে এম আযম, লোকমান হাকিম, মোঃ আব্দুস সবুর, শেখ রুহুল আমিন, মোঃ আব্দুর রব, জিএম রব, কামরুজ্জামান ছাদ টুকু, কাজী শামসুল আরেফীন, কবির হোসেন বাবু, মোঃ আরিফুজ্জামান মন্টু, আদনান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।