খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

পূর্ব বানিয়াখামার জামে মসজিদে তুহিন

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:২২ এ.এম | ২১ জুন ২০২৫


নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, মাদকদ্রব্য সমাজ, রাষ্ট্র ও ব্যক্তির জন্য অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকের অবৈধ ব্যবহার দিন দিন আমাদের প্রজন্মকে গ্রাস করে নিচ্ছে। ধ্বংস করছে আমাদের সন্তানদের মেধা, ঘটাচ্ছে সামাজিক অবক্ষয়। সীমান্ত দিয়ে এদেশে চোরাকারবারিরা মাদক আমদানি করছে। এতে করে বাংলাদেশে দিন দিন মাদকদ্রব্যের অপব্যবহার বেড়েই চলেছে। মাদক কারবারিদের প্রধান টার্গেট হয়ে ভয়াবহ মরণ নেশার নির্মম শিকারে পরিণত হচ্ছে এদেশের তরুণ ও যুবসমাজ। মাদকমুক্ত সমাজ গড়তে এবং সমাজে অপরাধের হার কমিয়ে আনতে সমষ্টিগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গতকাল শুক্রবার নগরীর পূর্ব বানিয়াখামার জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় পূর্ব মুসলি­দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবীর, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলাম, মাসুদুল হক হারুনসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার মুসলি­রা।