খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

নগরীর পাঁচ থানা মহিলা দলের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক |
০২:৪২ এ.এম | ২৪ জুন ২০২৫


খুলনা মহানগরীর পাঁচ থানা মহিলা দলের আহবায়ক কমিটি গতকাল সোমবার গঠন করা হয়েছে। খুলনা সদর থানা মহিলা দলের কমিটিতে এড. জাহানারা পারভীনকে আহবায়ক, কাওসারী জাহান মঞ্জু, রোকেয়া ফারুক, লুৎফুন নাহার লাভলী, হোসনে আরা চাঁদনী, বিউটি আক্তার ও ওয়াহিদা পারভীন রোমানাকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে। সোনাডাঙ্গা থানা মহিলা দলের কমিটিতে আর এফ হাসনা হেনাকে আহবায়ক, নাসরিন হক শ্রাবণী, সুলতানা পারভীন রজনী, এড. কামরুন নাহার হেনা, রেহানা মান্নান ও সোনিয়া খানকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে। খালিশপুর থানা মহিলা দলের কমিটিতে শাহনাজ সরোয়ারকে আহবায়ক, মোসাঃ আনজিরা খাতুন, নিঘাত সীমা, পাপিয়া রহমান পারুল ও মিসেস মনিকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে। দৌলতপুর থানা মহিলা দলের কমিটিতে সালমা বেগমকে আহবায়ক, মদিনা আক্তার, লায়লা আনজুমান আরা, রুমা আক্তার ও বিথি খানমকে যুগ্ম-আহবায়ক হয়েছে। খানজাহান আলী থানা মহিলা দলের কমিটিতে শাম্মি চৌধুরী মলিকে আহবায়ক, শিরিনা আক্তার, চয়ন আরা ও সাবিনা ইয়াসমিনকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে।