খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২

নুরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের তিনজনের জামিন

খবর প্রতিবেদন |
০১:২৯ এ.এম | ২৬ জুন ২০২৫


সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে হেনস্তার অভিযোগে করা মামলায় স্বেচ্ছাসেবক দলের তিনজনকে জামিন দিয়েছেন আদালত।  বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ছানাউল্যাহ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
জামিন পাওয়া তিনজন হলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হানিফ এবং একই থানার যুগ্ম আহŸায়ক মোঃ কাইয়ুম।
এর আগে সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল উত্তরা এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফকে আটক করে। হানিফের পক্ষে তার আইনজীবী মঙ্গলবার জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য বুধবার ধার্য করেন। একই দিনে মোজাম্মেল ও কাইয়ুম আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ৫০০ টাকা বন্ডে মামলার পরবর্তী তারিখ পর্যন্ত তাদের জামিনের মঞ্জুর করেন।
জানা যায়, অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় গত রোববার সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করে বিএনপি’র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
মামলা হওয়ার কয়েক ঘণ্টা পর বিক্ষুব্ধ জনতা উত্তরার বাসা থেকে সাবেক সিইসি নূরুল হুদাকে আটক করে হেনস্তা করে। আটকের সময় তারা নূরুল হুদার ওপর চড়াও হয়। বাসায় ঢুকে সাবেক এই সিইসিকে অপদস্থ করে। কেউ কেউ ফেসবুকে লাইভও করে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব হাসান মঙ্গলবার ছয়জনকে আসামি করে একটি মামলা করেন।