খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

মোল্লাহাটের সিঙ্গাতী গ্রামে শান্তি-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ২৮ জুন ২০২৫


মোল্লাহাট উপজেলার সিঙ্গাতী গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান।
থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, শেখ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম-আহবায়ক শেখ সাহেদ আলী ও শেখ শাজাহান, সদস্য মোঃ কাবুল চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ প্রমুখ।
বক্তারা প্রশাসনের প্রতি শান্তি বজায় রাখতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহŸান জানান এবং সকল পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান। স্থানীয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে এ ধরনের সভার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
প্রসঙ্গত গত ৭ জুন ঈদুল আযহার দিন সিঙ্গাতী গ্রামে দু’টি পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আজিজুল চৌধুরী (৪০) ও মুরছালিম চৌধুরী (৩০) নিহত হন। ঘটনার পর থেকে একটি সুবিধাবাদী গোষ্ঠী এলাকায় ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।