খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’

খবর প্রতিবেদন |
০২:৩৭ পি.এম | ২৯ জুন ২০২৫


৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিলেও সমালোচনার মুখে তা থেকে পিছু হটেছে অন্তর্বর্তী সরকার।

আজ রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদ বৈঠকে ওই দিন কোনো দিবস পালন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে এই তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না।

এর আগে গত বুধবার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। গত বছর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল। সেই দিনটিকে ‘নতুন বাংলাদেশের যাত্রা’ ধরে সরকার দিবসটি পালনের ঘোষণা দিয়েছিল।

পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।

তবে এই দিবস ঘোষণার পর নানা মহল থেকে সমালোচনার ঝড় বয়ে যায়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররাও এর কড়া সমালোচনা করেন। তাদের দাবি, নতুন বাংলাদেশের যাত্রা হয়েছে ৫ আগস্ট, সেটা ৮ আগস্ট নয়।