খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

মতবিনিময় সভায় মাওঃ আবুল কালাম

অবহেলিত কয়রার উন্নয়নে সকলে মিলে কাজ করতে হবে

কয়রা প্রতিনিধি |
১২:২১ এ.এম | ০১ জুলাই ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কয়রা সব সময় অবহেলিত। এ জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে সকলেই মিলে কাজ করতে হবে। স্থায়ী ভেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনে ইক্যুট্রুরিজম কেন্দ্র গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, মৎস্যজীবীদের জন্য  বরাদ্দ দেওয়া, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা, কৃষিখাতে উন্নয়ন, বন্ধ স্লুইস গেটগুলো সংস্কার করাসহ কয়রার সমস্যা দূরকরণে জন্য স্ব স্ব সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে এগুলো সমাধানের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে কয়রার সমস্যাগুলো জাতির সামনে তুলে ধরতে পারে। সেক্ষেত্রে সকল সাংবাদিকদের নিজ নিজ উদ্যোগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা দরকার। সব সময় কয়রার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। 
তিনি সোমবার সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা  শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতি মাওলানা শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শাহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মোঃ গোলাম রব্বানী,অরবিন্দ কুমার মন্ডল, জিএম নজরুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, মোনায়েম বিল­াহ, রিয়াজুল আকবার লিংকন, প্রভাষক রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান, ডি এম জাহিদুল ইসলাম, আবু ওবাইদ,  হাফিজুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় কয়রায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।