খুলনা | মঙ্গলবার | ০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২

বেনাপোল ও অভয়নগরে অভিযানে ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২২ এ.এম | ০১ জুলাই ২০২৫


বেনাপোল ও অভয়নগর থানার পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ জুন রাতে বেনাপোল পোর্ট থানার কদমতলা বারপোতা গ্রামে অভিযান চালিয়ে ছয়দুল ইসলাম (৬৩) নামে এক ব্যক্তিকে তার শয়নকক্ষ থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই দিন দুপুরে ভবেরবেড় এলাকা থেকে ২০ পুরিয়া হেরোইনসহ সিনথিয়া আক্তার (২২) নামে এক নারীকে আটক করে পুলিশ। দুই ঘটনায় পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। ২৯ জুন রাত ১০টা ১৫ মিনিটে অভয়নগরের বাগদাহ (মধ্যপাড়া) এলাকা থেকে সোহাগ মাহমুদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।