খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

দিঘলিয়ায় ইসলামী ব্যাংকে চুরি সংঘটিত

দিঘলিয়া প্রতিনিধি |
০৫:৩৮ পি.এম | ০২ জুলাই ২০২৫


দিঘলিয়া উপজেলার কোলা বাজারে  ইসলামী ব্যাংকে গভীর রাতে জানালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ব্যাংক থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মাঝিরগাতী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার গাজীরহাট কোলা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক এর শাখা রয়েছে যার প্রোঃ কারিমা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে এজেন্ট ব্যাংকের পিছনের জানালা ভেঙ্গে চোরের দল ভিতরে প্রবেশ করে একটি ডিভিআর, একটি সিসি ক্যামেরা ও একটি মনিটর চুরি হয়েছে বলে ব্যাংক কর্তপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার (২ জুলাই) ব্যাংকে কর্মরত রুবা খাতুন সকালে ব্যাংকে প্রবেশ করে পিছনের জানালা ভাঙ্গা দেখে খবর পাঠালে কোলা বাজার বনিক সমিতির সভাপতি জহিরুল আলম, মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি মাসুদ ও স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হয়ে ব্যাংকের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পায়।

এ বিষয়ে মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং তাৎক্ষনিত ভাবে বাজারের নৈশপ্রহরী আক্কাস হোসেন ও মোঃ ইসরাফিল মোল্লা কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।