খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

বটিয়াঘাটা প্রেসক্লাবে দৈনিক আজকের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:২৭ পি.এম | ০২ জুলাই ২০২৫


দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে বটিয়াঘাটা প্রেসক্লাব মিলানায়তনে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহবায়ক এড. সোহেল রানার সভাপতিত্বে ও সাংবাদিক অরূপ জোদ্দারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাহমিনা আক্তার শিপন। বিশেষ অতিথি ছিলেন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাহিত্যিক এ আর আলী মোল­া, গ্লোবাল টেলিভিশনের আনিসুর রহমান কবির। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমীন গোলদার, সাবেক সভাপতি ও শিক্ষক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক ইমরান হোসেন সুমন, তরিকুল ইসলাম, সোহরব হোসেন মুন্সি, ইমরান হোসেন, মুরাদ হোসেন হানিফ  রাসেল কবীরসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।