খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

ফুলতলায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের উপদেষ্টা পরিষদ গঠন

ফুলতলা প্রতিনিধি |
১১:৩২ পি.এম | ০২ জুলাই ২০২৫


ফুলতলার পায়গ্রাম কসবা প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের উপদেষ্টা পরিষদ গঠনের লক্ষে এক জরুরি সভা মঙ্গলবার সন্ধ্যায় সংঘের স্থায়ী কার্যালয়ে সভাপতি কাজী মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শেখ মিরাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংঘের সহ-সভাপতি মোল­া নাসিদুল ইসলাম পরাগ, যুগ্ম-সম্পাদক খন্দকার ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোল­া বিল­াল হোসেন প্রমুখ। সভা শেষে কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শিল্পপতি ও ক্রীড়াবিদ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, এনার্জিটেক জেনারেশন পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ সহিদুর রহমান টিটু, আইয়ান জুট মিলের পরিচালক শিল্পপতি মোহাম্মদ জহির উদ্দিন রাজীব ভূঁইয়া,  ব্যবসায়ী ও সমাজ সংগঠক কাজী আতিয়ার রহমান কাজল, শিক্ষানুরাগী এ জেড কাজরুজ্জামান ডালিম, প্রতিষ্ঠাকালিন সদস্য কাজী শাকির হোসেনকে উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।