খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

তালার নবাগত ইউএনও দীপা রানী, প্রেসক্লাবের অভিনন্দন

তালা প্রতিনিধি |
১১:৩২ পি.এম | ০২ জুলাই ২০২৫


তালার নবাগত উপজেলা নির্বাহী অফিসার পদে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় হতে দীপা রানী সরকারকে বদলী পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সহকারী কমিশনার সোহেল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দীপা রানী সরকার এর আগে দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি আজ বৃহস্পতিবার অপরাহ্নে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অবমুক্ত হবেন।
এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারকে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সভাপতি এস.এম নজরুল ইসলাম, সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ মান্নান সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, মোঃ বাবলুর রহমান, বি.এম বাবলুর রহমান, মোঃ বাহারুল ইসলাম, এড. কবির আহমেদ, মোঃ সোহাগ হোসেন, এস এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মোঃ আব্দুল মজিদ মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, মোঃ লিটন হুসাইন, বি.এম বোরহান উদ্দীন, মোঃ বাহারুল ইসলাম মোড়ল, মোঃ রুহুল আমিন মোল­া, মোঃ হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, মিসেস সোনালী রহমান, মোঃ সাগর মোড়ল, মোঃ জিয়াউর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু সহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।