খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

বিএল কলেজে সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ০৩ জুলাই ২০২৫


দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) খুলনা শাখার উদ্যোগে সরকারি বিএল কলেজে ‘প্রফেশনাল ম্যানেজমেন্ট একাউন্টিং এডুকেশন ইন বাংলাদেশ-ইমপ্লিকেশন্স ফর দ্যা বিজসেন গ্রাজুয়েটস’ শীর্ষক এক সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়। 
আইসিএমএবি খুলনা ব্রাঞ্চ কাউন্সিল চেয়ারম্যন আজিজুর রহমান এফসিএমএ’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সরকরি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম এফসিএমএ  এবং সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আবদুর রাজ্জাক।  ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএমএবি খুলনা শাখার সেক্রেটারি মোঃ মমিনুর ইসলাম এসিএমএ। সেমিনারটি সঞ্চালনা করেন আজম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী। 
এ সময় উপস্থিত ছিলেন আইসিএমএবি খুলনা শাখার প্রাক্তন চেয়ারম্যান কে এম নিয়ামুল হক এফসিএমএ, তাপস কুমার সাহা এসিএমএ, বিএল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর সুশিল কুমার সরকার, প্রফেসর আতিয়ার রহমান, প্রফেসর বিষ্ণুপদ দাশ, প্রভাষক মোঃ তরিকুল ইসলাম, সুমিত বিশ^াস প্রমুখ। সেমিনারে সরকারি বিএল কলেজের ব্যবসায় শিক্ষা অনুষদের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।