খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান

শহিদ, হতাহতের মাগফিরাতে দরিদ্র অসহায় দুস্থ ও ইয়াতিমদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ০৩ জুলাই ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, শহিদ আবু সাঈদ, মীর মুগ্ধ, সাকিব রায়হান, রাকিব. ওয়াসিম, ফয়সাল আহমেদ শান্ত, আলী রায়হানসহ অসংখ্য ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বৈষম্যের মুলোৎপাটন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে স্বৈরাচার বিদায় করেছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তারাই আমাদের জাতীয় বীর। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে জুলাইয়ের চেতনায় গড়ে তুলতে হবে। তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজকে আমাদের সমাপ্ত করে তাদের রক্তের বদলা নিতে আগামী নির্বাচনে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।  
বুধবার দুপুরে নগর জামায়াতে ইসলামীর উদ্যোগে খুলনার তা’লিমুল মিল­াত মাদরাসায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদ ও হতাহতদের মাগফিরাতের জন্য দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণকালে সভাপতির বক্তৃতায় তিনি এ আহŸান জানান।  
এ সময় মহানগরী জামায়াতের সরকারি সেক্রেটারি এড. শাহ আলম, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, মশিউর রহমান রমজান, ডাঃ কামরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, মাওলানা জাফর সাদিক আনসারী, মাওলানা আব্দুল মজিদ, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।