খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

খুবি’র শিক্ষা ডিসিপ্লিনে আইসিটি ল্যাব উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ০৩ জুলাই ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনে স্থাপিত হয়েছে আধুনিক আইসিটি ল্যাব। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন ও ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরে উদ্বোধনকৃত ল্যাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। 
এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিন্ন। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা, গবেষণা, কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, আর প্রযুক্তির যথাযথ ব্যবহারে সেই প্রক্রিয়াকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তোলা সম্ভব। এই আইসিটি ল্যাব শিক্ষার্থীদের হাতে প্রযুক্তির জ্ঞান ও প্রয়োগের বাস্তব অভিজ্ঞতা এনে দেবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য প্রতিটি শিক্ষার্থীর কম্পিউটার দক্ষতা অপরিহার্য। এ লক্ষ্যেই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনে পর্যায়ক্রমে আইসিটি ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবকাঠামো ও সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে থাকা ডিসিপ্লিনগুলোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রথম আইসিটি ল্যাব স্থাপন করা হলো শিক্ষা ডিসিপ্লিনে। পর্যায়ক্রমে অন্যান্য চাহিদা পূরণ ও সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক। আরও উপস্থিত ছিলেন খানবাহাদুর আহছানউল­াহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান কল্যাণী বাইন। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।