খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

কেশবপুরে সাবেক মেয়র রফিকুল গ্রেফতার

কেশবপুর প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ০৩ জুলাই ২০২৫


কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত বছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভোগতী নরেন্দ্রপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়ি এলাকা কিছু যুবক ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে সাবেক মেয়র রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি পুলিশ জানতে পেরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উলে­খ্য, রফিকুল ইসলাম মোড়ল দু’বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জনগণ তাকে (রফিকুল) ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।