খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ১৭নং ওয়ার্ড

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪১ এ.এম | ০৩ জুলাই ২০২৫


বিএনপি সোনাডাঙ্গা থানা শাখা আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ১৬নং ওয়ার্ড বিএনপি’কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে চলে গেল ১৭ নং ওয়ার্ড বিএনপি। অনূর্র্ধ্ব-১৬ এই টুর্নামেন্ট সোনাডাঙ্গা থানার ৭টি ওয়ার্ডের মধ্যে এ প্রতিযোগিতা চলছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীর সিএন্ডবি কলোনী মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আচমকা গোল পেয়ে যায় ১৭ নং ওয়ার্ড। এ সময় ১৬ নং ওয়ার্ড পাল্টা আক্রমণ গড়ে তোলার চেষ্টা করলেও ১৭ নং ওয়ার্ডের রক্ষণভাগের দৃঢ়তায় তা ব্যর্থ হয়। পরবর্তীতে আরও একটি গোল করে ১৭ নং ওয়ার্ড। তখন ১৬ নং ওয়ার্ডের খেলোয়ড়রা ক্লান্ত হয়ে পড়ে। খেলার শেষ প্রায় ১৫ মিনিট এক তরফা চেপে ধরে ১৭ নং ওয়ার্ডের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণের মুখে ১৬ নং ওয়ার্ড দিশেহারা হলেও আর কোনো গোল না হওয়ায় ফলাফল নির্ধারণ হয় ২-০ গোলে।
এসময় নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সোনাডাঙ্গা থানা সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বিএনপি নেতা জামাল হোসেন তালুকদার, মোস্তফা কামাল, পরাগ আহসান, আবু মুছা, সাইফুল ইসলাম, শওকাত আলী লাবু বিশ্বাসসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
আজ (বৃহস্পতিবার) একই মাঠে বিকেলে ২৬ নং ওয়ার্ড বিএনপি ও ১৮ নং ওয়ার্ড বিএনপি’র মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৬ জুলাই অনুষ্ঠিত ফাইনাল খেলা।