খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

১৬তম বর্ষে দৈনিক ‘সময়ের খবর’

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৮ এ.এম | ০৩ জুলাই ২০২৫


জন্মলগ্ন থেকেই নানান প্রতিকূলতায় বন্ধুরপথ পাড়ি দিয়ে বেড়ে উঠা ‘সময়ের খবর’র আজ জন্মদিন। সকল দুঃখ-কষ্ট, পাওয়া না পাওয়া, প্রত্যাশা-প্রাপ্তির নিরন্তর ছুটে চলার মাঝে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সর্বাঙ্গীন সারথী সময়ের খবর। জন্ম থেকে দিন, মাস পেরিয়ে বছর। পনেরোটি ক্যালেন্ডার অতিক্রম করে আজ ১৬তম বছরে পদার্পণ করলো আপনাদের প্রিয় দৈনিক ‘সময়ের খবর’। মহাকালের খাতায় হয়তো সময়টা খুবই ছোট্ট, কিন্তু দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর বিপুল জনপ্রত্যাশা নিয়ে জন্ম নেয়া সময়ের খবর’র এই পনেরোটি বছর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ততঃ সময়ের খবর পরিবারের জন্য প্রত্যাশা-প্রাপ্তির তুলনামূলক বিশে¬ষণে আজকের দিনটি অন্যরকম তাৎপর্য বহন করে। 
চ্যালেঞ্জের অসংখ্য সোপান সামনে রেখে ‘১৬তম বর্ষে পদার্পণ/পাঠকের আস্থা অর্জন’; সকলকে সাথে নিয়ে আগামীর পথ চলতে চায় সময়ের খবর। বন্ধুরপথ পাড়ি দেয়া সময়ের খবর অজস্র পাঠক-গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভাকাক্সক্ষী ও সংবাদ কর্মীদের আশীর্বাদ প্রত্যাশী।
নানান প্রতিকূল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পত্রিকা শিল্পের আর্থিক প্রবাহ পূর্বের স্থানে ফিরে আসেনি। প্রত্যাশা-প্রাপ্তির হিসেব পাশে রেখে সকল পাঠক-গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছা জানাচ্ছে সময়ের খবর পরিবার। সত্য সেবার পক্ষে জনতার অকুণ্ঠ জয়গানে বিপুল প্রতিবন্ধকতা পেরিয়ে আগামীর পথে সময়ের খবর। 
১৫ বছরের ইতিহাস কর্মনিষ্ঠা, নিরপেক্ষতা আর বস্তুনিষ্ঠতার। অব্যাহত পথচলায় সকলকেই পাশে পেতে চায় সময়ের খবর। জরাজীর্ণতা মুক্ত পৃথিবীতে সকলের নিরন্তর শুভ কামনায় ‘সময়ের খবর’।