খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিলেও মালিকানা দিচ্ছি না : চেয়ারম্যান

খবর প্রতিবেদন |
০১:১৮ এ.এম | ০৩ জুলাই ২০২৫


চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান বলেছেন, চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানি দুবাইপোর্ট ওয়ার্ল্ডকে (ডিপিওয়ার্ল্ড) দিই বা যাকেই দিই মালিকানা, কিন্তু আমাদের কাছেই থেকে যাবে। আমরা তাদের মালিকানা দিচ্ছি না। বুধবার দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বন্দরের চেয়ারম্যান বলেন, প্রথমত আমরা আগে নিরাপত্তা দেখবো। আমরা অপারেশনের দায়িত্ব দুবাইপোর্ট ওয়ার্ল্ডকে (ডিপিওয়ার্ল্ড) দিচ্ছি বা যাকেই দিই মালিকানা, কিন্তু আমাদের কাছেই থেকে যাবে। আমরা তাদের মালিকানা দিচ্ছি না। সেখানে এই প্রশ্নটা কোনো ভাবেই আসে না। দ্বিতীয়ত, যখন কোনো পোর্টে বিশ্বমানের অপারেটর আসবে, তখন কিন্তু তারা বড় বড় লাইনার সার্ভিস এখানে নিয়ে আসবে।
তিনি বলেন, আমাদের এখানে অনেক পুরোনো জাহাজ আছে। যখন ডিপিওয়ার্ল্ডের মতো কোম্পানি আসবে, তখন দেখবেন আধুনিক জাহাজ ও বড় বড় লাইনার সার্ভিস যারা আছে, তারা এখানে আসবে। এতে করে পোর্টের দক্ষতা বাড়বে, টার্নওভার টাইম কমে আসবে। তারা নতুন নতুন রুট তৈরি করবে। এখন আমাদের সিঙ্গাপুরের ওপর ট্রান্সশিপমেন্টের জন্য নির্ভর করতে হয়, কলোম্বোর ওপর নির্ভর করতে হয়।
তিনি বলেন, ডিপিওয়ার্ল্ডের মতো কোম্পানি এলে তারা নতুন সরাসরি রুট বের করবে। এতে জাহাজের ভাড়া, কন্টেটারের ভাড়া কমে যাবে। আমাদের জাহাজের ভাড়া ও কন্টেনারের ভাড়া এই উপ-মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি। এটা আমরা ওয়ান/থার্ডে কমিয়ে নিয়ে আসতে পারবো। সেটার একটা ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়বে।
বর্তমানে আমরা কতোগুলো কন্টেইনার হ্যান্ডেল করতে পারছি তারা আসলে কতোগুলো পারবো এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আমার মনে হয় এখন যেটা আছে সেটার থেকে ১৫ থেকে ২০ শতাংশ বেশ করতে পারবো। এখন আমরা প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ হাজার পর্যন্ত কন্টেইনার হ্যান্ডেল করতে পারি। তারা এলে সেটা ৬ হাজার ছাড়িয়ে যাবে। তারা এলে কেপাসিটি ও দক্ষতা বাড়বে। আগামী ছয় মাস নেভি বন্দর পরিচালনা করবে। তারপরে কি আপনারা ডিপিওয়ার্ল্ডকেই দায়িত্ব দেবেন না কি অন্য কোনো বিদেশি কোম্পানিকে দেবেন। এমন প্রশ্নের জবাবে বন্দর চেয়ারম্যান বলেন, আগামী ৬ মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব নেভিকেই দেওয়া হচ্ছে। এরপর যেটা হলো আমাদের ট্রানজেকশন উপদেষ্টা নিয়োগ দেওয়া আছে। তিনি সব বিষয় নিয়েই কাজ করছেন। আদার সাইডে ডিপিওয়ার্ল্ড কাজ করছে গত ৪ বছর ধরে। এরপর দুইটা পার্টির মধ্যে নেগোসিয়েশন হবে। আমাদের দিক থেকে কাজ শেষ ডিপিওযার্ল্ড তারা সব ডেটা নিয়েছেন তাদের এখন যতো দিন লাগে। যদি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে চট্টগ্রাম পোর্ট পরিচালনার দায়িত্ব দেয়া হয় তাহলে সেটা ডিপওয়ার্ল্ডকেই দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিপিওয়ার্ল্ডের সাথে আমাদের সরকারের জি টু জি একটা চুক্তি আছে অনেক আগে থেকেই। এখন নেগোসিয়েশন ওপর নির্ভর করছে। তাদের সাথে চুক্তি কতো দিনের জন্য হবে।
এতে করে কি আমাদের আয় বাড়বে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আয় বাড়বে, আমরা একটা সাইনিং মানি পাবো। আমারনে হচ্ছে আমরা ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ডলারের একটা ফরেন কারেন্সি পাবো।