খুলনা | বৃহস্পতিবার | ০৩ জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহতের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
০১:৪০ এ.এম | ০৩ জুলাই ২০২৫


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি কৃষক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে।
নিহত যুবকের নাম মোঃ ইব্রাহিম বাবু (৩০), তিনি দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা গ্রামের বাসিন্দা। তার বাবা মোঃ নূর ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমার ছেলে বাবুসহ ৪-৫ জন গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছাকাছি গুলি ছোড়ে। গুলিতে বাবু ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতের পরিবার দাবি করেছে ইব্রাহিম বাবু একজন কৃষক, এবং তিনি কোনো চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন না। শুধু ঘাস কাটতে গিয়েছিলেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ তিতুমীর বলেন, আমরা নিহতের গ্রামে গিয়ে তার পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।   
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার পর ভারতের ৩২ ব্যাটালিয়নের বিএসএফ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানান, একটি স্বর্ণ চোরাকারবারি দলের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়েছে।
তিনি আরও জানান, তবুও আমরা আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের আহŸান জানিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।