খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

যশোরে ফাস্টফুড দোকানদারকে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২১ এ.এম | ০৪ জুলাই ২০২৫


যশোরে দোকানের জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এক ফাস্টফুড ব্যবসায়ীকে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম মোঃ মামুন (২৫)। তিনি নীলগঞ্জ (তাঁতীপাড়া) এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে মামুন জানান, ২৯ জুন রাত ৯টার দিকে শহরের প্যারিস রোডে নিজের দোকানে অবস্থানকালে পূর্ব বিরোধের জেরে স্বাদঘর’ ফাস্টফুড দোকানের মালিক মোঃ আল হেলালসহ ৮/১০ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় আসামিদের একজন ফুটন্ত গরম পানি ছুড়ে দেন মামুনের বুক, হাত, পা ও অন্যান্য জায়গায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। মামুনের ছোট ভাই জাহিদুল ইসলামসহ প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি নিশ্চিত করেন।
এ ঘটনায় মামুন কোতয়ালী থানায় মোঃআল হেলাল, মোছা. রুবানা আক্তার রিয়া, মোঃ মনিরুজ্জামান মিলনসহ ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত করছে।