খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ২৬নং ওয়ার্ড বিএনপি ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩১ এ.এম | ০৪ জুলাই ২০২৫


সোনাডাঙ্গা থানা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উন্নীত হয়েছে ২৬নং ওয়ার্ড বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নগরীর সিএন্ডবি কলোনী মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে তারা ২-১ গোলে ১৮নং ওয়ার্ড বিএনপি’কে পরাজিত করে। আগামী ৯ জুলাই একই মাঠে ফাইনালে ২৬ নং ওয়ার্ডের প্রতিপক্ষ ১৭ নং ওয়ার্ড বিএনপি।
বৃহস্পতিবার উভয়দলই সমানতালে আক্রমণ পাল্টা আক্রমণ করে। তবে প্রথমার্ধে ২৬ নং ওয়ার্ড ২টি গোল করে। দ্বিতীয়ার্ধে ১৮নং ওয়ার্ড একের পর এক আক্রমণ করতে থাকে। অবশেষে একটি গোল তারা পরিশোধ করে। এই বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় দল হিসেবে ২৬ নং ওয়ার্ড বিএনপি ফাইনালে পেঁৗঁছে যায়।
এসময় সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, বিএনপি নেতা জামাল হোসেন তালুকদার, মাহমুদ হাসান বাবু মোড়ল, শেখ জামাল উদ্দিন, ওয়াহেদুজ্জামানসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করে।