খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

সময়ের খবরের ১৬তম বর্ষে বক্তারা

ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সময়ের খবর সংবাদ পরিবেশন করে সাহসিকতা পরিচয় দিয়েছে

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৩ এ.এম | ০৪ জুলাই ২০২৫


বিগত ১৬ বছর খুলনার গণমানুষের একমাত্র কণ্ঠস্বর হিসেবে পালন করেছে। বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সময়ের খবর তার সংবাদ পরিবেশন করে সাহসিকতা পরিচয় দিয়েছে। সেই সাথে ইসলামী ও জাতীয়তাবাদী আদর্শের মুখপাত্র হিসেবে সময়ের খবর অগ্রণী ভূমিকা পালন করেছে। ফ্যাসিস্ট সরকারের গোয়েন্দা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ‘২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল খবর ও ছবি প্রকাশ করেছিল। তখন থেকে সময়ের খবর ফ্যাসিবাদ বিরোধী খুলনা’র কণ্ঠস্বর হিসেবে পরিচিতি লাভ করে। তাই আগামী দিনেও সময়ের খবর তার পাঠকদের চাহিদা এবং তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখার আহŸান জানান সুধীবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর দৈনিক সময়ের খবরের কার্যালয়ে একে একে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও গণমাধ্যমের সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম, বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, চীফ রিপোর্টার মোঃ সোহরাব হোসেন, সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ প্রিন্স, সিনিয়র ফটো সাংবাদিক মোঃ রবিউল গাজী উজ্জল, অনলাইন ইনচার্জ ইমরান খাঁন, ম্যানেজার আশিক হাবিব আবির। 
এ সময় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাত ৮টায় সময়ের খবর বার্তা কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।
ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবীর, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বিএনপি নেতা শরিফুল ইসলাম টিপু, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পী, খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের মহানগর আহবায়ক মিরাজুল ইমলাম মিরাজসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতৃবন্দও উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলে। এ সময় খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন, আশরাফুল ইসলাম নূরের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খুলনা সংবাদপত্র পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ সোহাগ দেওয়ান। 
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল­া, মিজানুর রহমান মিল্টন, এইচ এম শামিমুজ্জামান প্রমুখ। দৈনিক প্রবর্তন পত্রিকার পক্ষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার। খুলনা প্রতিদিনের পক্ষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার সম্পাদক সোহাগ দেওয়ান। এছাড়া সময় টেলিভিশনের খুলনা প্রতিনিধি আব্দুল­াহ আল রুবেল, দৈনিক যুগান্তর ও দেশ টিভি’র খুলনা প্রতিনিধি নূর ইসলাম রকি, এখন টেলিভিশনের ক্যামেরাপারসন হেলাল মোল­া, এখন টেলিভিশনের রিপোর্টার রামিম চৌধুরী, সময় টেলিভিশনের রিপোর্টার তানজিম, দৈনিক সময়ের খবরের দাকোপ প্রতিনিধি মোজাফ্ফার হোসেন, দিগরাজ প্রতিনিধি শ্রীনিবাসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।