খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

তদবির বা ঘুষ-বাণিজ্য ছাড়াই ডুমুরিয়ায় ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:২৪ এ.এম | ০৪ জুলাই ২০২৫


কোন ধরনের তদবির বা ঘুষ-বাণিজ্য ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে খুলনার ডুমুরিয়ায় ওএমএস-খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশীপ নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। ডিলার প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
জানা যায়, আগামী ৫ বছরের জন্য খোলা বাজারে খাদ্য শস্য (ওএমএস) এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের জন্য উপজেলার ১৪টি ইউনিয়নে ১৯টি বিক্রয় কেন্দ্রের জন্য মোট ৭৮ জন আবেদন করেন। এর মধ্যে ওএমএস ডিলারের আবেদন ছিলো ২১টি। আবেদনকারীদের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার তদবির থাকায় উন্মুক্ত লটারি প্রক্রিয়ায় ডিলারশীপ নির্বাচনের সিদ্ধান্ত নেন ইউএনও মুহাম্মদ আল-আমিন। পরে একটি শিশুকে দিয়ে লটারির ড্র সম্পন্ন করা হয়।
খোলা বাজারে খাদ্য শস্য (ওএমএস) ডিলার নির্বাচনে চূড়ান্ত হয়েছে রঘুনাথপুর বাজরে এস এম জিহাদুল ইসলাম, ডুমুরিয়া বাজারে মাসুদ পারভেজ ও নোয়াকাটি বাজারে মোঃ আবু তাহের জোয়াদ্দার।
এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচনে চূড়ান্ত হয়েছে ধামালিয়া বাজারে সাইফুল ইসলাম, থুকড়া বাজারে নাজমুল ইসলাম, শাহপুর বাজারে এফ এম মঞ্জুরুল হক, রুদাঘরা বাজারে রফিকুল ইসলাম গাজী, খর্ণিয়া বাজারে মোঃ আতাউর রহমান, চুকনগর বাজারে হাবিবুর রহমান, আঠারোমাইল বাজারে মোঃ শাহাজাহান শেখ, কদমতলা বাজারে আঃ গফ্ফার শেখ, শরাফপুর বাজারে এস এম শাহানুর রহমান, সাহস বাজারে মোঃ নজরুল ইসলাম, ডুমুরিয়া বড় বাজারে আঃ গফুর খান, ডুমুরিয়া বাজারে মিজানুর রহমান, আমভিটা বাজারে বিএম ওবায়দুর রহমান, কুলটী চৌরাস্তা মোড়ে এইচএম শাহিন রেজা, গুটুদিয়া বাজারে জিএম হান্নান ও মাগুরখালী বাজারে সুরঞ্জন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, অনেক সময় ডিলার নিয়োগে বিতর্ক সৃষ্টি হয়। সেজন্য স্বচ্ছতা রক্ষার্থে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি নির্দেশনা মোতাবেক উন্মুক্ত ভাবে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আমি আশা করি ডিলাররা সরকারের এ কর্মসূচির সুফল সুবিধাভোগিদের কাছে পৌঁছে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানম প্রমুখ।