খুলনা | শুক্রবার | ০৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২

হিন্দু ধর্মাবলম্বী ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

খুলনা হচ্ছে সা¤প্রদায়িক সম্প্রীতি ক্ষেত্রে অনন্য : অধ্যাপক মাহফুজ

খবর বিজ্ঞপ্তি |
০২:২৯ এ.এম | ০৪ জুলাই ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, বিগত দিনে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিরোধিতার কারণে ধর্মের নামে জাতিকে বিভক্ত করা হয়েছে। আমরা ধর্মের নামে বিভক্তির দেয়াল ভেঙে দিতে চাই। সকলে মিলে মিশে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। খুলনা হচ্ছে সা¤প্রদায়িক স¤প্রীতি ক্ষেত্রে অনন্য। তিনি আরও বলেন, জামায়াত জাতি-ধর্ম নির্বিশেষে সকলের জন্য উন্নত ও মানবিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। 
বৃহস্পতিবার নগরীর দৌলতপুরে পাবলা মধ্যপাড়া মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।  
জামায়াতে ইসলামীর দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর সহকারী সেক্রেটারি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী। এ সময় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাঃ সাঈদুজ্জামান, দৌলতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, জামায়াত নেতা রেজাউল ইসলাম, আমিনুল ইসলাম, ইবাদত হোসেন, পাবলা মধ্যপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সহ-সভাপতি প্রকাশ চন্দ্র অধিকারী, গুরুদাস কুন্ডু, শ্যামল শীল, সাধারণ সম্পাদক তারক মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, কোষাধ্যক্ষ নিতাই মন্ডল, সাধন ভট্টাচার্য, কমল শীল, জয়দেব মলি­ক, দীপ ব্যানার্জি, অর্ণব বসু, অনুব কুন্ডু, বিষ্ণু রায়, দেবাশীষ সরকার, পার্থ শীল, দেব শিকারী, গণেশ দে, নিখিল সাহা, বিষ্ণু দে, রেখা ধর, বিথিকা বিশ্বাস, মুকুল বিশ্বাস, জামায়াত নেতা শরিফুল ইসলাম পারভেজ, খোরশেদ আনোয়ার বিরাজ, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, আলী রেজা তাওয়াব, হাকিম উদ্দিন, গোলাম মোস্তফা, হাফিজুর রহমান পিন্টু, ফিরোজ গাজী, নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।